নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫ এর চলমান মাদক বিরোধী অভিযানে ৫১ জন মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা দেওয়া হয়েছে। শুক্রবার র্যাব-৫ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, র্যাব-৫ এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল ১৭ মে জেলার সদর থানার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে ১৭ জন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি দল সদর থানা ও নওগাঁ জেলার বদলগাছি থানা এলাকার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে ১৩ জন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ জন মাদকসেবী’কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৫ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকার মাদক স্পটে অভিযান চালিয়ে ২১ জন মাদকসেবীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ জন মাদকসেবী’কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৩ জন মাদকসেবীকে ৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে