নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, রাজশাহীর চলমান মাদক বিরোধী অভিযানে ২৬ জনের বিভিন্ন মেয়াদে জেল জরিমানা দেওয়া হয়েছে। সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল ৩০ জুন জেলার সদর থানাধীন বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে ১৬ জন মাদকসেবীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে জেল ও ৫ জনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল জেলার সদর থানাধীন নজরপুর ও চকবৈদ্যনাথ এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বেলাল হোসেন (২৪), আব্দুস সাত্তার @ সাত্তার মাষ্টার (৩৩), আব্দুর রহমান (২৬), আল আমিন হোসেন (২৮), আনছার আলী কে ইয়াবাসহ আটক করা হয়।
সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি দল জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন আক্কেলপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৪ জন মাদকসেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে জেল ও ১ জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে