নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫ রাজশাহীর মাদক বিরোধী অভিযানে ২৯ জনের জেল দেওয়া হয়েছে। সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল পবা থানাধীন পালোপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ১ জন মাদকসেবীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই বছরের জেল দেওয়া হয়।
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল ২৫ জুন ২১ জন মাদকসেবী/ব্যবসায়ীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়।
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শিবগঞ্জ থানাধীন বালিয়াদিঘী মধ্যবাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আমিরুল ইসলাম (২৫)কে আটক করে।
সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল নওগাঁ জেলার মান্দা থনাধীন প্রসাদপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ জন মাদকসেবী/ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়।
খবর২৪ঘণ্টা/এমকে