নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫ রাজশাহীর চলমান মাদক বিরোধী অভিযানে ৩১ জনকে জেল জরিমানা দেওয়া হয়েছে। সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল ২২ জুন সদর থানাধীন এলাকার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে ১৫ জন মাদকসেবী/ব্যবসায়ীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়।
সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল জেলার সদর থানাধীন শংকর গোবিন্দ স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ১৫ জন মাদকসেবীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে জেল ও ৫ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল সদর থানাধীন দক্ষিণ বড়গাছা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কুলছুমকে ৩৯ বোতল ফেন্সিডিলসহ আটক করে। পরে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে