নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, রাজশাহীর চলমান মাদক বিরোধী অভিযানে ৯৭ জন মাদকসেবীর জেল জরিমানা দেওয়া হয়েছে। সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল ১৯ জুন গোদাগাড়ী থানাধীন এলাকায় বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে গাঁজাসহ ৭৪ জন মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৭ মাস করে জেল দেওয়া হয়।
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল ১৯ জুন জেলার সদর থানাধীন এলাকার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে গাঁজা ও চোলাই মদসহ ১৪ জন মাদকসেবী/ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়।
সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি দল ১৯ জুন নওগাঁ জেলার সাপাহার থানাধীন করলডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৬ জন মাদকসেবীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে জেল ও ১ জনকে জরিমানা করা হয়।
সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি দল নওগাঁ জেলার সাপাহার থানাধীন পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নূর আলম (৪০) কে আটক করে।
খবর২৪ঘণ্টা/এমকে