নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫ এর মাদক বিরোধী অভিযানে ৮৩ জন মাদকসেবীর জেল ও জরিমানা করা হয়েছে। গতকাল ৯ মে র্যাব-৫ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটে অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করে।
র্যাব জানায়, গতকাল ৯ মে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটি হাট টেকেরহাট এলাকা থেকে ৫৭ জন মাদকসেবীকে ৫১ লিটার দেশি মদসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১৩ জনকে জরিমানা করা হয়।
একই দিনে, র্যাব-৫ এর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের একটি দল শহরের নতুন স্টেডিয়াম এলাকা থেকে ৯ জন মাদকসেবীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে ৮ জনের কারাদণ্ড ও ১ জনকে জরিমানা করা হয়।
এদিকে, র্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাটের একটি দল নওগাঁ জেলার বদলগাছি থানার মাদক স্পট থেকে ১৭ জনকে আটক করে। ভ্রাম্যমাণ আদালতে ১৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও দুই জনের জরিমানা করা হয়।