নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, রাজশাহীর চলমান মাদক বিরোধী অভিযানে ২৯ জনের বিভিন্ন মেয়াদে জেল জরিমানা দেওয়া হয়েছে।
সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল ১০ জুন জেলার নলডাঙ্গা থানাধীন এলাকার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে ১২ জন মাদকসেবীকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালতে ১২ জনকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়।
সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি দল নওগাঁ জেলার বদলগাছি থানাধীন ভান্ডারপুর এলাকার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে ৩ জন মাদকসেবীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ৩ জনকে জেল দেওয়া হয়।
র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জন মাদকসেবীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ জন আসামীকে বিভিন্ন মেয়াদে জেল ও ৬ জনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে