নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫ রাজশাহীর চলমান মাদক বিরোধী অভিযানে ৫৯ জন মাদকসেবীর বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে।
বুধবার র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল ৬ জুন রাজশাহী মহানগীর কাশিয়াডাঙ্গা থানাধীন গুড়িপাড়া এবং রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার এলাকার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে মাদক সেবন করে জনসাধারনের স্বাভাবিক জীবন যাপনে ব্যহত এবং গণ-উপদ্রব সৃষ্টি করার অপরাধে ৫০ জন মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৮ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান ও ২ জন মাদকসেবীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল ৬ জুন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন এলাকার বিভিন্ন মাদক স্পটে অভিযান পরিচালনা চালিয়ে মাদক সেবন করে জনসাধারনের স্বাভাবিক জীবন যাপনে ব্যহত এবং গণ-উপদ্রব সৃষ্টি করার অপরাধে ৯ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত আসামীদের বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করা হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে