খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুর থানাধীন টেকনিক্যাল মোড়ে কলাবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে র্যাবের একটি টহল গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে রাজধানীর টেকনিক্যাল মোড়ে এ ঘটনা ঘটে।
এতে র্যাব-২ এর টহল ডিউটিতে নিযুক্ত পিকআপ ভ্যানটির (ঢাকা মেট্রো ঠ ১৪-১১৯৪) সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পিকআপ ভ্যানটিতে ৮ জন র্যাব সদস্য ছিলেন। এর মধ্যে একজনের হাত কেটে যায়।
বাকিরা সম্পূর্ণ সুস্থ আছেন বলে নিশ্চিত করেছে র্যাব-২ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।
তবে দুর্ঘটনার পর সড়কে উল্টে যায় কলাবাহী পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো ন-১৯-০৬৩৪)। পালিয়ে যায় পিকআপ চালক।
আশিক বিল্লাহ বলেন, ‘আদাবরে ডিউটি শেষ করে আমাদের গাড়িটি ইউটার্ন করে ফিরছিল। আর আমিনবাজার দিক থেকে কলাবাহী ছোট পিকআপটি আসছিল। আমাদের র্যাব-২ এর পিক-আপটি টেকনিক্যালে ইউটার্নকালে গতিও ছিল খুবই কম। কিন্তু কলাবাহী পিকআপটি সামনে থেকে ধাক্কা দেয়। কলাবাহী পিকআপটি উল্টে পড়ে যায়। পালিয়ে যায় চালক। তবে র্যাবের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও একজন বাদে র্যাব সদস্যরা সবাই সুস্থ রয়েছেন।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।