নিজস্ব প্রতিবেদক :
র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫ এর অভিযানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১ কেজি ৩০ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীরা হলো, গোমস্তাপুর উপজেলার সন্তোষপুর গ্রামের জার্জিসের ছেলে ইব্রাহিম বাবু (৩০), মজিবুরের ছেলে রাসেল আলী (২০) ও লুৎফর রহমানের ছেলে হাসানুজ্জামান @ টমাস। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল ১৩ মার্চ সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন সন্তোষপুর বটতলা গ্রামস্থ
গ্রামীণ ব্যাংক ভবনের সামনে (সন্তোষপুর বাজার হতে বাঙ্গা বাড়ীগামী পাকা রাস্তার বাম পাশে) মাদক কেনাবেচার জন্য অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র্যাবের একটি দল তাৎক্ষনিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে এক কেজি হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। শীর্ষ মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ হেরোইন সহ বিভিন্ন ধরণের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
খবর ২৪ ঘণ্টা/আরএস