নিজস্ব প্রতিবেদক:
র্যাব-৫ রাজশাহীর মাদক বিরোধী অভিযানে ৯০৯ বোতল ফেনসিডিল, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, দুই গ্রাম হেরোইন, ৩০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ৪ জন মাদক ব্যবসায়ী’কে আটক ও ১১ জন মাদকসেবীকে জেল জরিমানা করা হয়েছে।
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল ১৬ মে জামতলা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান (৩০) ও মমিন আলী (১৯) কে ৫০৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল চারঘাট থানাধীন জয়পুর এলাকায় অভিযান চালিয়ে ফারুক (৩৫) কে ৯৯ বোতল ফেন্সিডিলসহ আটক করে। একই দিনে সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি দল জয়পুরহাট জেলার কালাই থানাধীন নান্দাইল এলাকায় অভিযান চালিয়ে ১১ জন মাদকসেবীকে আটক করা করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ জন মাদকসেবী’কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও তিনজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল ১৭ মে চারঘাট থানাধীন হলিদাগাছি এলাকায় অভিযান চালিয়ে নাসিরুল ইসলাম (২৭) নামের এক মাদক ব্যবাসায়ীকে ১৫৮ বোতল ফেন্সিডিলসহ আটক করে। পরে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আরো জানানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে