বান্দরবান প্রতিনিধি: বান্দরবান রোয়াংছড়ি উপজেলার দুর্গম এলাকা বেংছড়ি পাড়ায় ম্রংওয়া স্টুডেন্ট এসোসিয়েশন আয়োজনে গ্রামীন ছাত্র-ছাত্রীদের শিক্ষায় উদ্বুদ্ধকরণ মূলক আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা এশিয়ান বিশ্ববিদ্যালয়ের ছাত্র থোয়াইসিংনু মারমা এর উপদেষ্টায় ‘‘চাগোহ্ ক্রোজামে, বাসাহ্ঃগো তোঃতাংবামে” (শিক্ষাব্রত নেবো, সমাজ বিকাশ ঘটাবো) শ্লোগানের মাধ্যমে অনুষ্ঠানটি আরম্ভ করা হয়। উক্ত সভায় রোয়াংছড়ি উপজেলা পরিষদে চেয়ারম্যান ক্যবামং মারমা সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, অবঃ প্রাপ্ত শিক্ষক মংপু মারমা, বেংছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মুইনুমং মারমা, উক্ত পাড়া প্রধান (কারবারী) উথোয়াইপ্রু মারমা, অভিভাবকসহ পাড়ায় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীবৃন্দ।
সভায় বিএমএসসি’র বান্দরবান জেলা মহিলা সাধারণ সম্পাদক মেউসিং মারমা বলেন, শিক্ষায় প্রথম পাঠশালা হচ্ছে নিজের বাসস্থান। তার প্রেক্ষিতে শিক্ষার আলোয় আলোকিত করতে অভিভাবকদের সচেতন হওয়া উচিত।
প্রধান বক্তা হিসেবে ঢাকা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ছাত্র অংশৈসিং মারমা বলেন, শিক্ষার জ্ঞান অর্জনে সবাইকে সজাগ হতে হবে। নিজের শিক্ষার জ্ঞান অন্যদের কাছে অপর্ণ করতে হবে।
সভায় সভাপতি ও প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ক্যবামং মার্মা বলেন জ্ঞানের প্রধান অস্ত্র শিক্ষা। তাই শিক্ষার জ্ঞান অর্জনে সাফল্য হতে হলে অভিভাবকসহ প্রতিটি শিক্ষার্থীদের সজাগ ও ঐক্যবদ্ধ হতে হবে। যে ব্যক্তি শিক্ষাহীন সে ব্যক্তি অন্ধের সমতুল্য। শেষে উক্ত সভায় সভাপতি ও প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ক্যবামং মার্মা গ্রামীণ ছাত্র-ছাত্রীদের নিকট শিক্ষার উপকরণ বিতরণ করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ