খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে বাস্তবে কোনো অগ্রগতি হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব সলিল শেঠি বৃহস্পতিবার সকালে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি একথা বলেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি স্বাক্ষর এবং দু দেশের মন্ত্রী পর্যায়ের সফরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, রোহিঙ্গাদের দেশে ফেরাতে আমরা বেশকিছু উদ্যোগ নিয়েছি। কিন্তু, বাস্তবে কোনো অগ্রগতি হচ্ছে না।
রাখাইনে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে গত বছরের ২৩ নভেম্বর সম্মতিপত্রে সই করে দুই দেশ।
গত ২৫ অগাস্ট রাখাইনে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে ছয় লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। গত কয়েক দশক ধরে বাংলাদেশে অবস্থান করছে আরও চার লাখের মত রোহিঙ্গা।
এ সম্পর্কে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব বলেন, মিয়ানমারেই রোহিঙ্গা সমস্যার সৃষ্টি হয়েছে। রোহিঙ্গারা যেন নিজ দেশে ফিরে যেতে পারে সেজন্য কাজ করে যাচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মিয়ানমারে যা হয়েছে তা, রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধ।
খবর২৪ঘণ্টা.কম/রখ