খবর ২৪ঘণ্টা ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবিক কারণে দাতারা রোহিঙ্গাদের সেবা দিতে আসছেন। কিন্তু, দুঃখের বিষয় হলো, তারা নিজেদের সেবায় বেশি মনোযোগী হচ্ছেন।
শুক্রবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। গত ২১ এপ্রিল থেকে তিন দিনের ব্রুনাই সফর নিয়ে প্রধানমন্ত্রী এই সংবাদ সম্মেলন করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমার ধারণা, অনেক দাতাসংস্থা রোহিঙ্গাদের ভাসানচরে পাঠাতে চায় না। এর পেছনে বিভিন্ন কারণ রয়েছে।’
তিনি বলেন, ‘ভাসানচরে ১০ লাখ রোহিঙ্গাকে সুন্দরভাবে রাখা যাবে। সুপেয় পানি, সেনিটেশনের ব্যবস্থা আছে। সাইক্লোন শেল্টার করে দিয়েছি। পর্যটনের ভালো ব্যবস্থা আছে। এদের জীবন-জীবিকার ব্যবস্থা করে দেব। এরা মানুষের মতো জীবনযাপন করতে পারবেন।’
শেখ হাসিনা বলেন, ‘কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে নিজেদের মধ্যেও সংঘাত করছে। বেকার থাকাটা খুব খারাপ দিক। খুব সহজে এদের জঙ্গিবাদের দিকে নিয়ে যাওয়া যেতে পারে। এদের হায়ার করা যেতে পারে। ৪০ হাজারের বেশি বাচ্চা জন্ম দিয়েছে। বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। এগুলোও আমাদের দেখতে হচ্ছে।’
তিনি বলেন, ‘রোহিঙ্গারা ভাসানচরে গেলে, যারা তাদের সেবা দেবে, তারাও সহজভাবে সবকিছু করতে পারব। রোহিঙ্গাদের প্রাথমিক ও মানবিক সঙ্কট কেটে গেছে। এখন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছি।’
খবর ২৪ঘণ্টা/ নই