খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে কক্সবাজারে পৌঁছেছেন মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক মন্ত্রী উইন মিয়াত আই। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি কক্সবাজারে পৌঁছান। এর আগে মঙ্গলবার মধ্যরাতে তিনি দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন।
বিভিন্ন সময়ে মিয়ানমারে দমন-পীড়নের মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া ১১ লাখ রোহিঙ্গাকে দেখতে এই প্রথম দেশটির কোনো মন্ত্রীর কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার দুপুরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন মিয়াত আই। তবে তিনি নো-ম্যান্সল্যান্ড এলাকায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে যাবেন না।
বুধবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক এবং নৈশভোজে অংশ নেবেন তিনি। রাতেই তার ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ১১ লাখ রোহিঙ্গার মধ্যে গত ২৫ আগস্ট মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে সাত লাখের বেশি রোহিঙ্গা। তার আগের বছরে এসেছে আরও ৮৭ হাজার।
খবর২৪ঘণ্টা.কম/রখ