খবর ২৪ ঘণ্টা ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রুনেই দারুসসালামের সুলতান হাজি হাসানাল বলকিয়ার আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে আগামী রোববার ব্রুনেই যাবেন।
সফরে সমঝোতা স্মারক সইয়ের পাশাপাশি দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সফরসংশ্লিষ্ট একজন কর্মকর্তা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইসহানুল করিম বলেন, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট রোববার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রুনেইয়ের উদ্দেশে যাত্রা করবে।
সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী ব্রুনেইপ্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন।
পরদিন সোমবার প্রধানমন্ত্রী ব্রুনেইয়ের সুলতান বলকিয়ার সরকারি বাসভবনে সুলতান ও রাজপরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হবেন।
এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে সুলতানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বিকেলে দুই দেশের ব্যবসায়ীদের বৈঠকে যোগ দেবেন।
খবর২৪ঘণ্টা, জেএন