খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার আপিল আবেদন খারিজ এর প্রতিবাদে আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল বিএনপির। কিন্তু পুলিশের কাছ থেকে অনুমতি না পাওয়ায় সমাবেশটি করছে না তারা।
শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।
এদিকে সমাবেশ করতে না পেরে আগামীকাল রোববার ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে বিএনপি। এছাড়া বিদ্যুৎ ও ওয়াসার পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী সোমবার সারাদেশে মানববন্ধন করবে তারা।
খবর২৪ঘন্টা/নই