খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: এবার রোনালদোর পর্তুগালকে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। আগের ম্যাচে মিশরের বিপক্ষে অতিরিক্ত সময়ে ২ গোল করে সবাইকে অবাক করে জয় ছিনিয়ে এনেছিল রোনালদো। তবে ডাচদের বিপক্ষে সেটি পারেননি। বিশ্বকাপ খেলতে ব্যর্থ হওয়া নেদারল্যান্ডসের বিপক্ষে ০-৩ গোলে হেরেছে ইউরো চ্যাম্পিয়নরা।
ম্যাচের ১১ মিনিটেই প্রথম গোল হজম করে পর্তুগাল। ছয় গজ বক্সের বাইরে থেকে জোরালো শটে পর্তুগিজদের জালে বল পাঠান লিওঁর ডাচ মিডফিল্ডার মেমফিস ডিপাই। ম্যাচের আধঘন্টা পেরুতেই ব্যবধান করে ফেলে নেদারল্যান্ডস। ৩২ মিনিটে ডাচদের হয়ে দ্বিতীয় গোলটি করেন বেসিকতাসের হয়ে খেলা রায়ান রাবেল। এ সময় অসাধারণ এক হেডে গোলটি করেন তিনি।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্যবধান ৩-০ করে ফেলে নেদারল্যান্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে ডাচদের এগিয়ে দেন লিভারপুলের ভার্জিল ফন ডিক। তার অসাধারণ ভলিতে তৃতীয় গোলটি হজমের পরই মূলত ম্যাচ থেকে ছিটকে পড়ে পর্তুগাল।
দ্বিতীয়র্ধে ম্যাচের ৬১ মিনিটে জোয়া কানসালো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দল হয়ে আরও দুর্বল হয়ে পড়ে পর্তুগাল। ম্যাচের ৬৮ মিনিটে রোনালদোকে তুলে নিয়ে জোয়া মৌতিনয়োকে নামান পর্তুগাল কোচ। তারপরও ম্যাচের কোনো গোলের দেখা পায়নি পর্তুগিজরা । শেষপর্ন্ত ৩-০ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নদের।
খবর২৪ঘণ্টা.কম/রখ