1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রোনালদোর গোলে রিয়ালের নাটকীয় জয় - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৩ জানয়ারী ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন

রোনালদোর গোলে রিয়ালের নাটকীয় জয়

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: অবিকল একই চিত্রনাট্য শুধু ভাগ্য সঙ্গ দিয়ে গেল ক্রিশ্চিয়ানো রানাল্ডোদের৷ নাহলে বার্সেলোনাকে অনুসরণ করে আর এক লা লিগা জায়ান্ট রিয়াল মাদ্রিদেরও চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়া নিশ্চিত দেখাচ্ছিল প্রায়৷ স্যান্টিয়াগো বার্নাব্যু জুড়ে যখন জুভেন্তাসের আগ্রাসন, ঠিক তখনই পেনাল্টি থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে বিপর্যয় থেকে উদ্ধার করেন সিআর সেভেন৷ লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কিংবদন্তি বুফোঁকে৷

দ্বিতীয় পর্বের কোয়ার্টার ফাইনালে রিয়ালের বিরুদ্ধে ৩-১ গোলে জিতেও জুভেন্তাস বিদায় নেয় চ্যাম্পিয়ন্স লিগ থেকে৷ প্রথম লেগে ৩-০ গোলে জয়ের সুবাদে রিয়াল দুই পর্ব মিলিয়ে ৪-৩ গোলে পিছনে ফেলে দেয় ইতালিয়ান জায়ান্টদের৷ ফলে কোনও ক্রমে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন রোনাল্ডোরা৷

আগের দিন অ্যাওয়ে ম্যাচে রোমার কাছে ০-৩ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন লিওনেল মেসিরা৷ এবার অঘটনের উপক্রম হয়েছিল রোনাল্ডোদের ঘরের মাঠে৷ নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের ফল ছিল জুভেন্তাসের অনুকূলে ৩-০৷ অর্থাৎ তুরিনে রিয়ালের একই ব্যবধানে ম্যাচ জয়ের জন্য দুই পর্ব মিলিয়ে কোয়ার্টার ফাইনালের লড়াই দাঁড়িয়ে ছিল ৩-৩ গোলের সমতায়৷ ইনজুরি টাইমে বিকর্তিক পেনাল্টিতে বাজি মাৎ করেন ক্রিশ্চিয়ানো৷

জুভেন্তাসের হয়ে জোড়া গোল করেন মান্দুকিচ৷ ম্যাচের শুরুতেই চকিত আক্রমণে রিয়াল রিয়ালের গোলমুখ খুলে ফেলে জুভেন্তাস৷ ২ মিনিটের মাথায় খেদিরার পাস থেকে গোল করে মান্দুকিচ৷ ৩৭ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করার আগে হলুদ কার্ডও দেখেন তিনি৷ মান্দুকিচ জুভেন্তাসের ব্যবধান বাড়িয়ে ২০ করেন স্টিফেনের ক্রস থেকে গোল করে৷ ৬০ মিনিটে রিয়াল মাদ্রিদকে আতঙ্কিত করে জুভেন্তাসের হয়ে তৃতীয় গোল করেন মাতুইদি৷

গোটা ম্যাচে রিয়ালের অজস্র আক্রমণ প্রতিহত করেন জুভেন্তাস গোলরক্ষক বুফেঁ৷ সংযোজিত সময়ে জুভেন্তাসের ছ’গজের বক্সে লুকাস ভাজকুয়েজকে পিছন থেকে ধাক্কা দেন বেনাতিয়া৷ ব্রিটিশ রেফারি মাইকেল অলিভার পেনাল্টির নির্দেশ দিলে প্রতিবাদ করেন বুফোঁ৷ আগ্রাসী শরীরি ভাষার জন্য রেফারি বুফোঁকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে যাওয়ার নির্দেশ দেন৷ পরিবর্ত গোলকিপারের পক্ষে রোনাল্ডোর পেনাল্টি শট আটকানো সম্ভব হয়নি৷ যদিও গোলের পর বন্য সেলিব্রেশনের জন্য রোনাল্ডোকেও হলুদ কার্ড দেখতে হয়৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST