খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: রোনালদো, গ্যারেথ বেল, মদ্রিচদের বিশ্রামে রেখেও মালাগার বিপক্ষে জয় পেল রিয়াল। ইসকো ও কাসেমিরোর গোলে মালাগাকে ২-১ হারিয়েছে তৃতীয় স্থানে উঠে এসেছে জিনেদিন জিদানের শিষ্যরা।
এই জয়ে দুই ম্যাচে জয় বঞ্চিত থেকে আবার জয়ে ফিরে এসেছে রিয়াল। লা রোজালেডা স্টেডিয়ামে প্রথম থেকেই মালাগার ডিফেন্ডারদের উপর চড়াও হয়ে খেলতে থাকে রিয়াল। ম্যাচের ১৬তম ও ২৩তম মিনিটে সুযোগ আসলেও তা কাজে লাগাতে পারেনি তারা। তবে ২৯তম মিনিটে ডান পায়ের বাঁকানো ফ্রি-কিকে বল জালে পাঠান ইসকো। প্রথমার্ধে আর তেমন কোন সুযোগ সৃষ্টি করতে না পারলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।
রিয়ালের দ্বিতীয় গোলেও অবদান ছিল ইসকোর। ৫৩ মিনিটে তার পাস থেকেই ব্যবধান দ্বিগুণ করেন কাসেমিরো। যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে মালাগার সান্ত্বনাসূচক গোলটি করেন উরুগুয়ের ফরোয়ার্ড দিয়েগো রোলান।
খবর২৪ঘণ্টা.কম/রখ