নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী রেল যোগাযোগ ঝুঁকিমুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ ও আব্দুল্লাপুর থেকে রহনপুর পর্যন্ত ডবল লাইন নির্মাণ, বন্ধ ও জরাজীর্ণ স্টেশন সংস্কার ও খুলে দেওয়ার দাবিতে রাজশাহী মহানগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরো
পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উদ্যোগ রাজশাহীর উদ্যোগে ও আইইডি’র আয়োজনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা, কম সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ রেল লাইন সংস্কার ও আব্দুল্লাহপুর থেকে রহনপুর পর্যন্ত ডলল লাইন নির্মাণের দাবি জানান। সেই সাথে রেল দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
আর/এস