খবর ২৪ঘণ্টা ডেস্ক: অবৈধভাবে সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তা অলি উল্লাহ সুমনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানায় মঙ্গলবার মামলাটি দায়ের করেন দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. শরিফ উদ্দিন।
অলি উল্লাহ সুমন রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার কার্যালয়ে সহকারী পরিদর্শক পদে কর্মরত আছেন।
এরআগে চলতি বছরের ৪ জুলাই তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে একই প্রতিষ্ঠানের এক কর্মচারীকে মারধরের অভিযোগে।
চট্টগ্রাম দুদকের উপ-সহকারী পরিচালক মো. শরিফ উদ্দিন বলেন, প্রায় ১ কোটি ৪০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন, মো. মিজানুর রহমান সুমন নামে এক যুবককে চাকরি দেয়ার নামে ৩ লাখ ৪০ হাজার টাকা ঘুষ গ্রহণ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন ব্যাংক ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অপরাধের প্রামাণ মিলে তার বিরুদ্ধে।
তিনি জানান, দীর্ঘ অনুসন্ধান শেষে মঙ্গলবার এই মামলা দায়ের করা হয় রেলওয়ের কর্মচারী অলি উল্লাহ সুমনের বিরুদ্ধে।
জানা যায়, অলি উল্লাহ সুমন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তার দফতরে পিয়ন হিসেবে যোগদান করেন ২০০৫ সালের ১৬ জানুয়ারি। পরে অফিস সহকারী পদে পদোন্নতি পান।
গত বছরের জুলাই মাসে সহকারী পরিদর্শক (দাবি) পদে পদোন্নতি পান।
খবর ২৪ঘণ্টা/ নই