বিনোদন ডেস্ক : তারকাবহুল নতুন ধারাবাহিক নাটক, নতুন মেগা সিরিয়াল ‘রূপনগর’ এর প্রচার শুরু হতে যাচ্ছে ৬ সেপ্টেম্বর শনিবার থেকে। প্রতিদিনের ধারাবাহিক নাটক হিসেবে শনিবার ৬ সেপ্টেম্বর থেকে প্রতিদিন নাটকটি দেখবেন সন্ধ্যা ৭টা ও রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভি এবং দীপ্ত টিভি’র ডিজিটাল প্ল্যাটফর্মে। পরিচালক কায়সার আহমেদ এবং লিটু সাখাওয়াতের রচনায় রুপনগর” ধারাবাহিক নাটক এর টাইটেল এবং বিয়ের বাড়ির গানসহ দুটি গানই লিখেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু। টাইটেল গান ও বিয়ের গানে কন্ঠ দিয়েছেন আতিয়া আনিসা ও দোলা রহমান।
সবচেয়ে বিগ বাজেটের তারকাবহুল নতুন ধারাবাহিক নাটক রুপনগরে অভিনয় করেছেন- দিলারা জামান, আনিকা কবির শখ, শ্যামল মওলা, আ.খ.ম হাসান, নাজনীন হাসান চুমকি, শাফিউল রাজ, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু, সানজিদা সাফানা নমনী, ইমতু রাতিশ, এমিলা হক সহ অনেকে।
ন/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।