রয়েল খান স্পোর্টস ডেস্ক: ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ ছাড়ার কথা অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল। এবার তা আরও শক্ত করে দিল। স্প্যানিশ একটি সংবাদ মাধ্যম এবার তা অনেকটাই নিশ্চিত করে দিল। প্রতিবেদনে বলা হয়েছে, মৌসুম মধ্যবর্তী মৌসুমেই রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যোগ দিচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব চেলসিতে।
আরও জানানো হয়েছে, পর্তুগিজ এই সুপারস্টারের যাওয়ার কথা ছিল সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। কিন্তু ক্লাবের ম্যানেজার ও রোনালদোর সাবেক গুরু হোসে মরিনহোর তার ব্যাপারে আগ্রহ না থাকায় শেষ পর্যন্ত স্টামফোর্ড ব্রিজেই ঠিকানা গড়ার সিদ্ধান্ত নেন রোনালদো।
জানা গেছে, পাঁচবারের ব্যালন ডি অ’র জয়ী এই ফুটবলারের বিরুদ্ধে কর ফাঁকির প্রক্রিয়া শুরু করায় গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমেই লা লিগা ছাড়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অন্যদিকে, থেমে নেই রিয়ালও। রোনালদোর বিকল্প হিসেবে ক্লাবটি এরই মধ্যে এডেন হ্যাজার্ডকে দলে নেয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে বলে জানা গেছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ