খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী ফুটবলার ও বর্তমান রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান রিয়াল ছাড়তে সম্মত হয়েছেন। আর রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরিন্তো পেরেজের সঙ্গে আলাপ করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে স্পেনের প্রকাশনা মাধ্যম ‘ডন ব্যালন’ জানিয়েছে। কদিন আগে জিদান রিয়াল ছাড়তে পারেন এমন আভাস দিয়েছিলেন দলটির ডিফেন্ডার সার্জিও রামোস। তিনি নিশ্চিত করে না বললেও জিদান যে এই মৌসুমই তাদের কোচ থাকছেন এমন খবর দিয়েছিলেন। এখন সত্যি হতে যাচ্ছে সেটিই।
প্রথম দুই মৌসুম জিদানের জন্য রিয়াল মাদ্রিদ স্বপ্নের মতো কেটেছে। ২০২০ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে তার চুক্তিও আছে। কিন্তু রিয়াল সভাপতির সঙ্গে পারস্পরিক সমঝোতার মাধ্যমে তারা দু’জন জিদানের রিয়াল ছাড়ার ব্যাপারে সম্মত হয়েছেন বলে জানিয়েছে মাধ্যমটি। এমনকি লা লিগার স্বপ্ন শেষ হয়ে গেলেও চ্যাম্পিয়ন লিগ জেতার জন্য তার উপর কোন চাপ নেই। ড্রেসিংরুমেরও পূর্ণ সমর্থন আছে জিদানের প্রতি।
তবুও কেন রিয়াল ছাড়ছেন জিদান? সে কথাও জানিয়েছে স্প্যানিশ এই প্রকাশনা মাধ্যম। তারা জানিয়েছে গত নভেম্বরেই জিদানের সঙ্গে পিএসজির কথা হয়ে গেছে। এই মৌসুম শেষেই নিজের দেশ ফ্রান্সের ক্লাব পিএসজির দায়িত্ব নিচ্ছেন জিদান। আর ছাটাই করা হচ্ছে বর্তমান কোচ উনাই এমেরিকে।
খবর২৪ঘণ্টা.কম/রখ