খবর২৪ঘন্টা স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার রাতে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসের ৩৪তম লা লিগা শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। একই রাতে ওসাসুনার কাছে ১-২ গোলে হেরেছে চির প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা। অবশ্য বার্সা জয় পেলেও রিয়ালের শিরোপা জয়ে কোন সমস্যা হতো না।
কেননা আগে থেকেই চার পয়েন্টে এগিয়ে ছিল রিয়াল। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ শুরুর আগে তাদের শিরোপার জন্য বাকি ছিল মাত্র ২ পয়েন্ট। সেখানে ম্যাচ জিতে পূর্ণ ৩ পয়েন্ট পেয়েই শিরোপা নিশ্চিত করেছে জিনেদিন জিদানের শিষ্যরা। লিগের ৩৭ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৮৬ আর বার্সার সংগ্রহ ৭৯।
বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি মনে করেন, শিরোপা জয়ের ক্ষেত্রে রিয়াল মাদ্রিদ তাদের নিজেদের কাজ যেমন ঠিকঠাক করেছে, তেমনি অনেক সাহায্য করেছে বার্সেলোনাও। ওসাসুনার কাছে হারের পর ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে নিজের হতাশা প্রকাশ করতে গিয়ে এ কথা বলেছেন মেসি।
তিনি বলেন, ‘আমাদের (বার্সেলোনা) এখন আত্ম-সমালোচনা করতে হবে। খেলোয়াড় থেকে শুরু করে বৈশ্বিকভাবে সমালোচনায় অংশ নিতে হবে। আমরা বার্সেলোনা এবং আমাদের সবকিছু জিততে হবে। আমরা (রিয়াল) মাদ্রিদের দিকে তাকিয়ে থাকতে পারি না। তারা তাদের কাজ করেছে। তবে আমরাও তাদের অনেক সাহায্য করেছি।’
মেসির এমন দাবিকে ঠিক উড়িয়ে দেয়া যাবে না। কেননা প্রত্যক্ষভাবে না হলেও, পরোক্ষভাবে বার্সেলোনার ভরাডুবিময় পারফরম্যান্সের কারণেই এক ম্যাচ হাতে রেখে শিরোপা জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। অথচ করোনা লকডাউনের আগে খেলা ২৭ ম্যাচে রিয়ালের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে ছিল বার্সেলোনা।
কিন্তু করোনা বিরতির পর মাঠে ফিরে এখনও পর্যন্ত খেলা ১০ ম্যাচে বার্সা জিতেছে মাত্র ৬টি, হেরেছে ১টি আর ড্র হয়েছে বাকি ৩টি। এই জয় না পাওয়া ৪ ম্যাচে ৯ পয়েন্ট খোয়ানোর মাধ্যমেই শিরোপা হাতছাড়া হয়েছে বার্সার। কেননা এ সময়ে নিজেদের ১০ ম্যাচের পূর্ণ ৩০ পয়েন্টই পেয়েছে রিয়াল মাদ্রিদ।
খবর২৪ঘন্টা/নই