সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২০
আজকের সর্বশেষ সবখবর

রিজেন্ট চুক্তি: সাবেক স্বাস্থ্য সচিবকে দুদকের জিজ্ঞাসাবাদ

khobor
আগস্ট ১৭, ২০২০ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: রিজেন্টের সাথে চুক্তিসহ স্বাস্থ্যখাতে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে সাবেক স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আসাদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সকাল ১০ টায় পরিকল্পনা মন্ত্রণালয়ে তার দপ্তরে উচ্চ পর্যায়ের টিম জিজ্ঞাসাবাদ করে।
গত বুধ ও বহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদসহ অধিদপ্তরের পাঁচজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। জিজ্ঞাসাবাদে সাবেক মহাপরিচালক আজাদ দাবি করেন, তখনকার স্বাস্থ্য সচিবের মৌখিক নির্দেশে রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তি হয়।

এসব বিষয়সহ স্বাস্থ্যখাতে অন্যান্য দুর্নীতির বিষয়ে বক্তব্য জানতে সিনিয়র সচিব আসাদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের টিমে ছিলেন- সংস্থার মহাপরিচালক সায়ীদ মাহবুব খান ছাড়াও রিজেন্ট, জেকেজি এবং মাস্ক কেলেঙ্কারির অভিযোগ অনুসন্ধান টিমের সদস্যরা।

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।