খবর২৪ ঘণ্টা. ডেস্ক: নিজের সন্তানের জন্য সবকিছু করতে রাজি মা! যে কোনও প্রয়োজনে, যে কোনও পরিস্থিতিতে মা সবকিছু মানিয়ে নিতে পারেন। চিনের শেনজেন শহরের একটি ঘটনা অনেকের নজর কেড়েছে। সম্প্রতি চিনের একটি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে দেখা গিয়েছে একজন মা তার সন্তানের জন্য টাকা তুলতে নিজের বুকের দুধ বিক্রি করছেন।
ভিডিওটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় ২.৪ মিলিয়ন লোকে দেখে ফেলেছেন। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত মাসে এই বছর চব্বিশের মহিলা দুই যমজ সন্তানের জন্ম দেন। যার মধ্যে এক শিশু এখনও স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রয়েছে। তাকে বাঁচাতে প্রয়োজন প্রায় এক লক্ষ য়ুয়ান। যার ভারতীয় মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। সেই বিশাল পরিমান টাকা জোগাড় করতে না পারায়, তিনি অবশেষে বেছে নিয়েছেন এমন এক পথ।
ইনটেনসিভ কেয়ারে ভর্তি থাকা শিশুটির মা একটি আন্তজার্তিক সংবাদমাধ্যমকে জানান, এর চেয়ে সহজ উপায় তাঁর কাছে ছিল না।
দ্রুত টাকা রোজগার করতে হলে এটাই হয়ত সঠিক পথ। ইতিমধ্যে সেই ভিডিওটি ‘সেভ মিল্ক, সেভ গার্ল’ নামে শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা গিয়েছে, মহিলাটির স্বামী একটি পোস্টার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। যেখানে লেখা রয়েছে, ‘সেল ব্রেস্ট মিল্ক, সেভ ডটার’।
তবে বুকের দুধ বিক্রি করা তেমন কিছু নতুন ঘটনা নয়। প্রচুর দেশে মাতৃদুগ্ধ ব্যাঙ্কও চালু হয়েছে। কিন্তু এই দম্পতিকে নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সন্তানের চিকিৎসার জন্য নিজের বুকের দুধ বিক্রি করা নিয়ে অনেকেই অবশ্য বিভিন্ন মত দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
খবর ২৪ ঘণ্টা.কম/ জন