নিজস্ব প্রতিবেদক :
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য এবং জাতীয় ঐক্যফ্রন্ট রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী জননেতা মিজানুর রহমান মিনু কাকতলীয় ভাবে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সোমবার দুপুরে ভদ্রা বাস টার্মিনালে সাক্ষাত হয়ে যায়। লিটন সে সময়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ছোট ডাস্টবিন বিতরণ করছিলেন। দুই নেতার মধ্যে কথোপোকথন হয় এবং জড়িয়ে ধরে তারা কুশল বিনিময় করেন।এছাড়াও তিনি সেখানকার জনগণের সাথে এবং লিটনের সাথে থাকা কর্মচারীদের সাথেও কুশল বিনিময় করেন। বাস টার্মিনালের সাধারণ জনগণ ও দোকানদারগণ মিনুকে সাদরে
গ্রহন করেন এবং আগামী সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে যেয়ে ভোট প্রদান করবে বলে জানান তারা। সেইসাথে ভোট কেন্দ্রে যাওয়ার পরিবেশ তৈরী করার জন্য রাজনৈতিক নেতাদের প্রতি দাবী জানান তারা। এসময়ে তার সঙ্গে ছিলেন বোয়ালিয়া থানা বিএনপি’র সভাপতি সাইদুর রহমান পিন্টু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও বোয়ালিয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাংগঠনিক সম্পাদক ও ১২নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর দিলদার হোসেন, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু ও সহ-সভাপতি সোহেল রানা সরকার।
খবর ২৪ ঘণ্টা/এমকে