নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রার্থীর কর্মী কর্তৃক বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পোস্টার তুলে ফেলার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আ’লীগ মেয়র প্রার্থীর নেতাকর্মীরা বিএনপির মেয়র প্রার্থীর পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে ফেলছে। কোথাও পোস্টার লাগাতে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশনা থাকলেও পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেফতার করে হয়রানি করছে।
সংবাদ সম্মেলনে আরো যেসব অভিযোগ করা হয়, কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হক, ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, ২নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ আমিনুল ইসলাম, বিএনপি কর্মী রায়হান ও হাবিবুর রহমানকে ওয়ারেন্ট ছাড়াই আটক করেছে যা হাইকোর্ট এবং সিইসি নির্দেশনামালার পরিপন্থি।
নগরীর ৪নং ওয়ার্ড বহরমপুর (বুলনপুর) এলাকায় সিহাবের বাড়ীর পাশে বিএনপি মনোনিত প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের ধানের শীষ প্রতীকের ফেস্টুন ও পোষ্টারবাহী পিকাআপ ভ্যানের উপর নৌকা প্রতীক সমর্থিত কর্মীরা গত ৯ তারিখে রাত্রি ৮টার সময় হামলা চালিয়ে ভাংচুর করে (গাড়ি নং- রাজ মেট্রো-ন-১১০১২২) এতে বিএনপি মনোনিত মেয়র প্রার্থীর ফেস্টুন ও পোস্টার নষ্ট হয় এবং পিকআপ ভ্যানের লুকিং গ্লাস ভেঙ্গে যায়। গতকাল ১০ তারিখ ২০নং ওয়ার্ডে বেলদারপাড়ায় নৌকা প্রতীকের কর্মীরা বিএনপির মনোনিত প্রার্থী বুলবুল এর ধানের শীষ প্রতীকের টানানো ফেস্টুন ভাংচুর করে এবং ঝুলানো পোস্টার ছিড়ে ফেলে।
গত ১০ তারিখ দিবাগত রাত্রী আনুমানিক রাত ২টা হইতে ভোর ৬টা পর্যন্ত ধানের শীষ প্রতীকের লাগানো ফেস্টুন, বালিয়াপুকুর মোড় হইতে রুয়েট ও ভদ্রার মোড় পর্যন্ত সকল ফেস্টুন খুলে ফেলা হয়।
গত ১০ তারিখ দিবাগত রাতে অলকার মোড় হইতে আলুপট্টির মোড় পর্যন্ত ধানের শীষ প্রতীকের সকল ফেস্টুন খুলে ফেলা হয়।
গত ১০ তারিখ দিবাগত রাতে রাজশাহী সিটি কলেজ গেট হইতে সার্ভে ইন্সটিটিউট পর্যন্ত লাগানো ধানের শীষ প্রতীকের সকল ফেস্টুন নৌকা সমর্থিত কর্মীরা খুলে ফেলে।
গত ১০ তারিখে ৬নং ওয়ার্ডে জি.পি.ও’র সামনে, ১৯ নং ওয়ার্ড ছোট বনগ্রাম এলাকায়, ২৭নং ওয়ার্ড বালিয়াপুকুর এলাকায় ও ৩০নং ওয়ার্ড বিনোদপুর বাজারে ধানের শীষ প্রতীকের প্রচার মাইক এর কর্মীদের চরথাপ্পর মারা হয় এবং প্রচার কাজে বাধা দেওয়া হয়।
১১ তারিখ সকাল ১১টায় পুলিশ ভ্যানের উপস্থিতিতে ১৩নং ওয়ার্ডে শহীদ নজমুল হক উচ্চ বালিকা বিদ্যালয়ের সম্মুখ হইতে বর্ণালীর পিছনের মোড় পর্যন্ত রাস্তায় ধানের শীষ প্রতীকের কোন প্রকার ফেস্টুন ও পোস্টার লাগাতে দেওয়া হয় নাই এবং ধানের শীষ সমর্থিত কর্মীদের লাঞ্চিত করে।
সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ও নগর বিএনপির সাধারণ সম্পাপদক মিলনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা/এমকে