নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহন করেন। কাউন্সিলর ও সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা আতিয়ার রহমান, গত বুধবার আনুষ্ঠানিক তফসিল ঘোষণার মধ্যদিয়ে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। প্রথম দিন কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। দ্বিতীয় দিন বৃহস্পতিবার ২০ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়া সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন আরও ছয় জন।
২৮ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেয়র, সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। রিটার্নিং অফিসার ১ ও ২ জুলাই মনোনয়নপত্র বাছাই করবেন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই। আর ৩০ জুলাই ভোট গ্রহণ হবে। রাজশাহী সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
খবর২৪ঘণ্টা/এমকে