নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মোট ২২৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মুরাদ মুর্শেদ ও আবুল কালাম আজাদ ও কাউন্সিলর পদে ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিন ৩৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর ও ১১৭ জন কাউন্সিলর পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
এ তথ্য নিশ্চিত করে রাসিক নির্বাচনের সহকারী রিটানিং কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, বুধবার দু’জন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মুরাদ মুর্শেদ ও আবুল কালাম আজাদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সংক্ষরিত নারী কাউন্সিলর ৩৯ জন ও কাউন্সিলর পদে ১১৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
খবর২৪ঘণ্টা/এমকে