1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাসিক নির্বাচনে মেয়র চার ও কাউন্সিলর পদে ১৭০ জনের মনোনয়ন জমা - খবর ২৪ ঘণ্টা
বধবার, ১৫ জানয়ারী ২০২৫, ১১:৩ অপরাহ্ন

রাসিক নির্বাচনে মেয়র চার ও কাউন্সিলর পদে ১৭০ জনের মনোনয়ন জমা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল মঙ্গলবার (২৩ মে)। শেষ দিন পর্যন্ত মেয়র পদে চারজন ও কাউন্সিলর পদে ১৭০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসের দেওয়া তথ্যমতে, আজ চারজন মেয়র প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন ও জমা দিয়েছেন। এ ছাড়া ৪৭ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মনোনয়ন উত্তোলন করলেও জমা দিয়েছেন ৪৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৪২ জন মনোনয়নপত্র উত্তোলন করে জমা দিয়েছেন ১২৪ জন। মোট ১৯৩ জন মনোনয়নপত্র উত্তোলন করলেও শেষ পর্যন্ত জমা দিয়েছেন ১৭৪ জন।

রাসিকের মোট ওয়ার্ডের সংখ্যা ৩০টি। এ ছাড়া সংরক্ষিত আসন ১০টি। এবার নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন, জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মওলানা মুরশীদ আলম ফারুকী ও জাকের পার্টির লতিফ আনোয়ার।

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রাজশাহী সিটি নির্বাচনের রিটারনিং কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, আগামী ২ জুন প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার শুরু করতে পারবেন প্রার্থীরা। নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো সমস্যা সৃষ্টি হয়নি। কোনো প্রার্থী কোনো অভিযোগও করেননি।

আগামী ২৫ মে মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। ১ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২ জুন প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২১ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST