নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে খুলনা ও গাজীপুরের মতো ভোট ডাকাতির চেষ্টা করা হলে সরকারকে উচিত শিক্ষা দেয়া হবে। বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা সর্বশক্তি দিয়ে প্রতিটি কেন্দ্র আগলে রেখে ভোট ডাকাতদের রুখে দেবে।
শনিবার দুপুরে নগরীর মালোপাড়ায় বিএনপির দলীয় কার্যালয়ে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে মহানগর বিএনপির এক প্রস্তুতিমুলক সভায় এই ঘোষণা দেন বিএনপির নেতারা।
সদ্য সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা মিজানুর রহমান মিনু। বিভাগীয় সহ সম্পাদক শাহিন শওকত খালেক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।
সভায় বক্তরা আরো বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন হিসেবে এই নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। প্রতিটি কর্পোরেশন ও পৌরসভায় ভোট ডাকাতদের ধরতে এই নির্বাচন। নেতাকর্মীদের সকল মনোমালিন্য ভুলো একযোগ কাজ করার জন্য আহবান জানান নেতারা।
খবর ২৪ ঘন্টা/এমকে