1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নিষেধাজ্ঞা সত্ত্বেও রাসিক নির্বাচনের মধ্যেও প্রকাশ্যে চলছে মোটরসাইকেল - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

নিষেধাজ্ঞা সত্ত্বেও রাসিক নির্বাচনের মধ্যেও প্রকাশ্যে চলছে মোটরসাইকেল

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুলাই, ২০১৮
এভাবেই প্রকাশ্যে চলছে মোটরসাইকেল। ছবি : মিলন শেখ

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে সাংবাদিকসহ কাউকেই মোটরসাইকেল ব্যবহার করার অনুমতি দেওয়া হয়নি। এমনকি কোন প্রার্থীর ক্ষেত্রেও মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটগ্রহণের দিন মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও এদিন বিভিন্ন কেন্দ্রে মোটরসাইকেল ব্যবহার করতে দেখা গেছে। রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের উপশহর স্যাটেলাইট টাউন স্কুল কেন্দ্রের সামনে প্রকাশ্যে মোটরসাইকেল নিয়ে যেতে দেখা যায়। মোটরসাইকেলে একাধিক আরোহীও ছিল। শধু সেখানেই নয় ১১ নং ওয়ার্ডের কাদিরগঞ্জ প্রাইমারী স্কুল কেন্দ্রের সামনে কাউন্সিলর প্রার্থী আবু বক্কর কিনুকে লুঙ্গি পরে মোটরসাইকেলে চড়ে বেড়াতে দেখা যায়। ওই মোটরসাইকেলটি অন্য একজন চালাচ্ছিল।

১১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবু বক্কর কিনু এভাবেই মোটরসাইকেলে চড়ে বেড়াচ্ছেন। -ছবি: মিলন শেখ

অপরদিকে একই কেন্দ্রে অন্য আরো একজনকে মোটরসাইকেল চালিয়ে যেতে দেখা যায়। তারা আইন শৃঙ্খলা বাহিনীর সামনে দিয়েই ঘোরাফেরা করছে।
এদিকে নির্বাচনে ভোটগ্রহনের দিন প্রকাশ্যে মোটরসাইকেল চলছে এমন কথা রাসিক নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আতিয়ার রহমানকে জানালে তিনি খবর ২৪ ঘণ্টাকে বলেন, ভোটের দিন কারো মোটরসাইকেল চালানোর অনুমতি দেওয়া হয়নি। অনেক স্থানে মোটরসাইকেল আটক করা হয়েছে। এক্ষেত্রে কোন ছাড় নেই। কেউ এদিন মোটরসাইকেল চালাতে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন থেকে নিষেধাজ্ঞা থাকলেও খবর ২৪ ঘণ্টার অনুসন্ধানে বিভিন্ন স্থানে মোটরসাইকেল চালাতে দেখা গেছে।

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team