নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়ন আয়োজিত বার্ষিক বনভোজন ও মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মেয়র তার বক্তব্যে বলেন, সিটি কর্পোরেশনের অনেক দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী রয়েছেন। অনেকে দীর্ঘদিন ধরে দৈনিক মজুরিভিত্তিক কাজ করছেন। যাদের যোগ্যতা আছে, তাদের চাকরি স্থায়ী করা হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যালেন মেয়র-২ ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র-৩ তাহেরা বেগম মিলি, সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও বতর্মান
২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, সাত নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল সরকারসহ অন্যান্য ওয়ার্ড ও সংরক্ষিত নারী কাউন্সিলরবৃন্দ, সচিব রেজাউল করিম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ, সাধারণ সম্পাদক আজমীর আহমেদ মামুনসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
খবর ২৪ ঘণ্টা/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।