করোনা ভাইরাস প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের সম্মুখসারীর যোদ্ধা পরিচ্ছন্নকর্মী, স্বাস্থ্যকর্মী, পরিবহন, পরিবেশ, বিদ্যুৎ ও নিরাপত্তকর্মীদের মাঝে সুরক্ষা সামগ্রী জার্মনিল এবং ঈদ উপহার প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নগরভবন চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি থেকে ২২০০ কর্মচারীর মধ্যে সুরক্ষা সামগ্রী ও ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠান আর্মি ফার্মা ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী লিমিটেড (বিএমটিএফ লিঃ) হতে প্রাপ্ত সুরক্ষা সামগ্রী এবং শহীদ কামারুজ্জামান ও জাহানারা
জামান ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর বিশেষ প্যাকেজে রয়েছে ৮ কেজি চাল, পোলাও চাল ১ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, ৫০০ গ্রামের ১ প্যাকেট সেমাই এবং সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে জার্মনিল মাস্ক ৩টি, জার্মনিল ১টি হ্যান্ড ওয়াশ (২৮৫ মি.লি.), জার্মনিল হ্যান্ড স্যানিটাইজার ১টি (৫০০ মি.লি.), জার্মনিল ডিজইনফ্যাক্টান্ট ক্লিনার ১টি (২ লিটার)। উপস্থিত ছিলেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, বিশিষ্ট নাট্যকার ও ঔপন্যাসিক ফেরদৌস হাসান, আর্মি ফার্মার রাজশাহীর এরিয়া ম্যানেজার মনিরুল ইসলাম।
এস/আর