সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশন ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর মধ্যে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত নগরসভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। রাসিকের সচিব আবু হায়াত রহমতুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় চলমান কার্যক্রমের সার্বিক তথ্য উপস্থাপন করেন আঞ্চলিক সমন্বয়কারী ফারজানা পারভীন। সভায় উন্মুক্ত আলোচনায় বক্তারা ব্র্যাকের চলমান প্রকল্পের আওতায় বিভিন্ন ওয়ার্ডে এর কর্মকান্ড বৃদ্ধি করার বিষয়ে সুপারিশ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, টাউন প্ল্যানার বনি আহসান, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং মেরিল, আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের মনিটরিং অফিসার দীপক চক্রবর্তী, ফিল্ড কো-অর্ডিনেটর কল্পনা খাতুন, প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রোগ্রাম অর্গানাইজার আবু বকর সিদ্দিক।
এস/আর