নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশন ও প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার নগরভবন এ্যানেক্স সভাকক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। পলিথিন মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে মেয়র জানান, রাজশাহী মহানগরীর উন্নত ড্রেনেজ ব্যবস্থাপনার ফলে এ নগরীতে বর্ষা মৌসুমে তেমন জলাবদ্ধতা সৃষ্ট হয়নি। তবে এ কাজে বিঘœ সৃষ্ট করে পলিথিন। আমাদের এ বিষয়ে সচেতন হতে হবে। পলিথিনের বিরূদ্ধে আন্দোলন ঘোষণা করেন তিনি। তিনি বলেন, রাজশাহী দেশের অন্যান্য নগরীর তুলনায় ইতোমধ্যে পরিচ্ছন্ন নগরীরূপে স্বীকৃতি লাভ করেছে। বায়ুদূষণ রোধে দেশের সেরা নগরীর স্বীকৃতি। বৃক্ষরোপণে মাননীয় প্রধানমন্ত্রীর ১ম স্থান অর্জন, জন্ম নিবন্ধন, ইপিআইসহ স্বাস্থ্য সেবায় ইতোমধ্যে ১ম স্থান অর্জনের স্বীকৃতি লাভ করেছে। আমাদের এ অর্জন ধরে রাখতে চায়। জলবায়ু পরিবর্তন ও দ্রুত নগরায়ণের ফলে এ নগরীতে বাড়তি জনগোষ্ঠির চাপ সৃস্টি হচ্ছে। আগামী ২০৫০ সালের মহাপরিকল্পনা নিয়ে এ নগরীতে আমাদের কাজ করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চলতি মাসে নগরীর প্রতিটি ওয়ার্ডে বাসাবাড়িতে তিন রঙের ডাস্টবিন প্রদান করা হবে। স্বাস্থ্য ঝূকি কমাতে আগামীতে সঠিক পদ্ধতিতে সকল মেডিক্যাল বর্জ্য অপসারণ করতে এ বিষয়ে রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হবে। সেমিনারে প্রিজম বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাজহারুল ইসলাম ঢাকা সিটি কর্পোরেশনের মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালক (স্বাস্থ্য) রাজশাহীর বিভাগীয় পরিচালক ডাঃ আনিসুর রহমান, পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক মামুনুর রশীদ, বারিন্দ মেডিক্যাল কলেজের উপ-পরিচালক গোলাম মুর্ত্তুজা, রাজশাহী মহানগর ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডাঃ এসএমএ মান্নান, রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি মোঃ রবিউল আলম মিলু, প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক খন্দকার আনিসুর রহমান।সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন রাসিকের ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, দৈনিক নতুন প্রভাতের বার্তা সম্পাদক সোহেল মাহাবুব, ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, রাসিকের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ রেয়াজাত হোসেন, রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম।
সেমিনারে রাসিকের কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রোনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
খবর২৪ঘণ্টা/এমকে