নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশন নির্মিত বিভিন্ন মার্কেটের দোকানসমূহ হস্তান্তর বিষয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এর সভাপতিত্বে তাঁর দপ্তর কক্ষে অনুষ্ঠিত সভায় আরডিএ মার্কেট সংলগ্ন শাপলা সুপারমার্কেটের দোকান অতিদ্রুত হস্তান্তরের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন মেয়র।
সভায় সোনাদিঘি মার্কেটের ব্যবসায়ীদের সিটি সেন্টারে নিচতলায় পুনর্বাসন এবং ৫মতলা পর্যন্ত হস্তান্তর বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে আরডিএ মার্কেট সংলগ্ন শাপলা সুপারমার্কেটের দোকানসমূহ পরিদর্শন করেছেন রাসিকের কাউন্সিলর সর্বজনাব একেএম রাশেদুল হাসান, রবিউল আলম মিলু, বেলাল আহমেদ, নূরুজ্জামান টিটো।
খবর২৪ঘণ্টা/এমকে