সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী সিটিকর্পোরেশনের ৩ নং ওয়ার্ড কাউন্সিল কামাল হোসেন আজ বুধবার নিজ কার্যালয়ের সামনে থেকে বহরুমপুর ও বিলসিমলা এলাকায় ৪০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করেন । কাউন্সিলর কামাল হোসেন বলেন সরকারী সকল বরাদ্দের সুষ্ঠ বন্টনের ধারাবাহিকভাবে বন্টন করে চলেছি আজ বহরুমপুর ও বিলসিমলা এলাকায় আজ ৪০০ পরিবারের মাঝে খাদ্র্য সামগ্রী বিতরণ করেছি । কামাল হোসেন বলেন আমার ওয়ার্ডের সকল সকল নাগরিককে সরকারী অনুদানের পাশাপাশি আমার নিজস্ব ব্যক্তিগত পক্ষ থেকে জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি । কামাল হোসেন বলেন আমার ওয়ার্ডে দরিদ্র,নিম্ম আয় ও খেটে খাওয়া
মানুষের বসবাস বেশি । কামাল হোসেন আরও বলেন মাননীয় মেয়র মহোদয় এ এইচ এম খায়রুজ্জামান লিটন ভাই অক্লান্ত পরিশ্রম করেচলেছেন জনগণের জন্য কেউ যেন অভুক্ত না থাকে সেজন্য তিনি সবরকম ব্যবস্থা গ্রহণ করে চলেছেন সেই ধারাবাহিকতায় আমি প্রাণপণ চেষ্টা করছি আমার ৩নং ওয়ার্ডবাসীর জন্য । আজ বহরুমপুর ও বিলসিমলা এলাকায় ৪০০ পরিবারের মাঝে চাউল বিতরণ করেছি ইনশাআল্লাহ্ আগামী শুক্রবার ২২-৫-২০২০ দাশপুকুর ও ডিঙ্গাডোবা এলাকায় ৬০০ পরিবারের মাঝে চাউল বিতরণ করা হবে । কামাল হোসেন সকল নাগরিককে ধৈর্য সহকারে সামাজিক দূরুত্ব মেনে চলার অনুরোধ করেন ।
এমকে