নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের শিরোইল ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট ঢোকা নিয়ে প্রিজাইডিং অফিসার বজেন্দ্রনাথের সাথে বিএনপির মেয়র প্রার্থী বুলবুলের বাকবিতণ্ড হয়েছে।
সাংবাদিকদের কাছে বুলবুল অভিযোগ করেন, কাগজপত্র দেওয়ার পরেও প্রিজাইডিং অফিসার বজেন্দ্রনাথ তার পোলিং এজেন্টদের ঢুকতে দেয়নি। ঢুকতে না দেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। এ সময় প্রিজাইডিং অফিসার বজেন্দ্রনাথ বলেন, আগে কাগজপত্র না
দেওয়ায় ঢুকতে দেওয়া হয়নি। তখন বুলবুলের প্রধান নির্বাচনী এজেন্ট তপু বলেন, আগেই দেওয়া হয়েছিল। এ ছাড়া সহকারী রিটানিং অফিসার সকল প্রার্থীর পোলিং এজেন্টদের ঢোকার কথা বলে গেছেন। এরপর বাকবাতণ্ড শুরু হয়। একপর্যায়ে বুলবুল প্রিজাইডিং অফিসারকে উদ্দেশ্য করে বলেন, ভালই শিখিয়ে পাঠিয়েছে? তিন ঘণ্টা পরে তাদের ঢোকার অনুমতি দেওয়া হয় পোলিং এজেন্টদের। এর আগে বুলবুল বলেন, এমন পচা ভোট আগে দেখিনি।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।