সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের পার্ক ও বিনোদন স্পট ব্যবস্থাপনা স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগর ভবনে সচিব দপ্তর কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পার্ক ও বিনোদন স্পট ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মতিউর রহমান। সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রনাধীন শহীদ জিয়া শিশু পার্ক পরিচালনা, রক্ষণাবেক্ষণসহ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও
বোটানিক্যাল গার্ডেনের উন্নয়ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় পার্ক ও বিনোদন স্পট ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রজব আলী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান, কমিটির সদস্য-সচিব রাসিকের সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ উপস্থিত ছিলেন।
আর/এস