নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশনের ২০১৮-২০১৯ অর্থ বছরের সংশোধিত বাজেট ও ২০১৯-২০২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রণয়ন প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নগরভবনের এনেক্স সিটি হলরুমে রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ও সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০১৮-২০১৯ অর্থ বছরের সংশোধিত বাজেট ও ২০১৯-২০২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রণয়ন বিষয়ে বিশদ আলাপ-আলোচনা হয়।সভায় সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব সরিফুল
ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকনসহ অন্যান্য ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, সচিব রেজাউল করিম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এফএএম আঞ্জুমান আরা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, হিসাব রক্ষণ কর্মকর্তা নিযামুল হোদাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আর/এস