ঢাকাশুক্রবার , ৩০ নভেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

রাসিকের নাম ভাঙ্গিয়ে ভাড়া বাড়ানোর চেষ্টা অটোরিক্সা চালকদের, ব্যবস্থা নিবে পুলিশ

omor faruk
নভেম্বর ৩০, ২০১৮ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : 
রাজশাহী সিটি কর্পোরেশনের নাম ভাঙ্গিয়ে কর্তৃপক্ষের অগোচরেই অটোরিক্সার ভাড়া বাড়ানোর নোটিশ অটোরিক্সায় লাগিয়েছে চালকরা। আর সেই নোটিশে নতুন ভাড়া তালিকা দিয়ে নির্দেশক্রমে সিটি কর্পোরেশন বলে চালিয়ে দিয়েছেন। অথচ বিষয়টি রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আদৌ জানেই না। তারপরও কিছু অসাধু অটোরিক্সা চালক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়েই ভাড়া নিজেরা নিজেরাই নির্ধারণ করে তালিকা টানিয়ে দিয়েছে। ওই নোটিশে পহেলা ডিসেম্বর থেকে নতুন নির্ধারিত ভাড়া কার্যকর হবে বলেও জানানো হয়। এ নিয়ে সাধারণ মানুষ ও যাত্রীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। আবার এমনও অভিযোগ পাওয়া গেছে যে, তারা কোনো কোনো যাত্রীর থেকে বেশি ভাড়া আদায় করেছে। বিষয়টি রাসিক কর্তৃপক্ষের নজরে আসলে এর প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের অবস্থান সুনির্দিষ্ট করে এবং ভাড়া বাড়ানোর প্রতিবাদ করে। রাসিকের দাবি, অটোরিক্সার ভাড়া বাড়ানো সম্পর্কে তারা কিছুই জানে না। যারা এ কাজ করেছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেওয়া হয়। এ ছাড়া নগরবাসীকেও সচেতন হওয়ার পরামর্শ দেন কর্তৃপক্ষ। ভাড়া বাড়ানোর বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ জানতে পারলে তারা সিটি কর্পোরেশনেক অবহিত করে। কর্পোরেশন থেকে ট্রাফিক বিভাগকে জানানো হয় যে, ভাড়া বাড়ানোর বিষয়টি তারা জানেই না। কর্তৃপক্ষের অগোচরেই তারা এ কাজ করেছে। এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের

উপ-পুলিশ কমিশনার অনির্বান চাকমা বলেন, অটোরিক্সার ভাড়া বেড়ে যাওয়ার বিষয়টি জানতে পেরে সিটি কর্পোরেশনের সাথে কথা বলি। কর্পোরেশন থেকে জানানো হয় ভাড়া বাড়ানোর বিষয়ে তারা কিছু জানে না। অটোরিক্সা চালকরা নিজেদের ইচ্ছাতেই এ কাজ করেছে। তিনি আরো বলেন, যারা ভাড়া বাড়িয়েছে সেসব চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে দুটি অটোরিক্সাকে ধরা হয়েছে। যারা বেশি ভাড়া আদায়ের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবর ২৪ ঘন্টা/এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।