নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশনের ৪র্থ শ্রেণীর কর্মচারী ও ড্রাইভারদের মাঝে পোশাক বিতরণ করেছেন সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ রোববার বিকেলে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে পোশাক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাসিকের কর্মচারী ও ড্রাইভারদের হাতে পোশাক ও ছাতা তুলে দেন মেয়র।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, মাননীয় মেয়র মহোদয়ের একান্ত সচিব আলমগীর হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান প্রমুখ।