খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: বিশ্বকাপের ৫ দিন বাকি থাকতে রাশিয়ায় পৌঁছাল আর্জেন্টিনা দল। শনিবার রাতে লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি ব্যক্তিগত জেট দ্য রোলিং স্টোনসে মস্কোতে পাড়ি দেন।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের এক বার্তায় বলা হয়, ‘আমরা পৌঁছালাম। আমরা এখন রাশিয়ায়। এখন ফিফা ২০১৮ বিশ্বকাপ শুরু হতে দাও।
বিমানবন্দরে নামার পর মেসি তার ভক্তদের আবদার মেটান। ছবি তোলার পাশাপাশি অটোগ্রাফ দেন।
বিশ্বকাপে রাশিয়ার ব্রোন্নিটসির কাছাকাছি নিজেদের বেজ ক্যাম্প করবে জর্জ সাম্পাওলির শিষ্যরা। যেখানে আইসল্যান্ডের বিপক্ষে ১৬ জুন নিজেদের প্রথম ম্যাচ খেলবে আলবিসেলেস্তারা।
খবর২৪ঘণ্টা.কম/নজ