নিজস্ব প্রতিবেদক :
গতকাল রোববার বিকেলে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাসুম হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি
ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম শেখ, রাজশাহী মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. নওশাদ আলী, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর রহমান ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রের এসএম হুরায়রা। অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটনসহ অন্যান্য অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।
আর/এস