নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের (রামেবি) অধিভূক্ত নার্সিং প্রতিষ্ঠান সমূহের ২০১৮ সালের ১ম বর্ষ বিএসসি ইন নার্সিং ও বিএসসি ইন পাবলিক হেল্থ নার্সিং (পোষ্ট বেসিক) কোর্সের চূড়ান্ত পরীক্ষা মঙ্গলবার শুরু হয়েছে। রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের মেডিকেল প্রতিষ্ঠান সমূহে একযোগে এই পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল
সাড়ে ১০টায় রামেবি উপাচার্য প্রফেসর ডা. মাসুম হাবিব রাজশাহীর উদয়ন নার্সিং কলেজ এবং ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ নার্সিং কলেজ কেন্দ্রের পরীক্ষা পরিদর্শন করেন। এসময় এবং সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির চেয়ারম্যান প্রফেসর ডা. জাওয়াদুল হক তাঁর সঙ্গে ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকসহ অন্যান্য কর্মকর্তারা রাজশাহীর বাইরের বিভিন্ন কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষা পরিদর্শন করেন বলে জানা গেছে।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।