নিজস্ব প্রতিবেদক :
উপাচার্য প্রফেসর ডা. মাসুম হাবিব বলেছেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) অধীণে ব্যাচলর অফ ইউনানী মেডিসিন এন্ড সার্জারী কোর্স এবং ব্যাচেলর অফ নার্সিং শিক্ষা কোর্সের কারিকুলাম যুগোপযোগী করার প্রক্রিয়া চলছে। অধিভূক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য পরবর্তী শিক্ষাবর্ষ থেকেই সিজিপিএ সিস্টেম চালুর খসড়াও ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার সকালে রামেবি কনফারেন্স কক্ষে বেসরকারী মেডিকেল, ডেন্টাল, নার্সিং কলেজ ও মেডিকেল প্রতিষ্ঠানসমূহের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট গঠনের কাজও প্রায় শেষের দিকে। বেসরকারী মেডিকেল কলেজসমূহের গভর্নিং বডি গঠনের কাজ এগিয়ে চলছে। নগরীর বড়বনগ্রাম এলাকার প্রায় ৮৬.৮১ একর জমিতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস প্রতিষ্ঠার কাজও দ্রুত এগিয়ে চলেছে। ইতোধ্যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) থেকে অনাপত্তিপত্র নেয়া হয়েছে।
জমি অধিগ্রহণের অনুমোদন ও পরবর্তী কার্যক্রমের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগে জমা দেয়া হয়েছে। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮টি ডিনের অধীনে কতগুলো সম্ভাব্য বিভাগ (ডিসিপ্লিন) থাকবে তার নির্ধারণের পর অগ্রানোগ্রাম কমিটি গঠনের কাজও চলছে।
সভায় রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আনোয়ার হাবিব, বারিন্দ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. বিকে দাম, টিএমএসএস মেডিকেল কলেজের এমডি হোসনে আরা বেগম, রাজশাহী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. জাওয়াদুল হকসহ বিভিন্ন মেডিকেল, ডেন্টাল, নার্সিং কলেজ, মেডিকেল প্রতিষ্ঠানসমূহের প্রধানগণ তাদের পরামর্শমূলক বক্তব্য রাখেন।
বক্তারা সরকারী ও বেসরকারী মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে কোনোরূপ বৈষম্যসৃষ্টিকারী শর্তারোপ না করার এবং পৃথক নার্সিং ফ্যাকাল্টি গঠনের জন্য রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
খবর২৪ঘন্টা /এম কে